জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বলো সইবো
এবার আদেশ করো, তুমি আদেশ করো
ভাঙনের খেলা খেলবো
জন্ম থেকে জ্বলছি মাগো,...
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া...
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ...
কি করে বলিবো আমি
কি করে বলিবো আমি
আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা ...
কারো আপন হইতে পারলি না অন্তর,
আমার ভালবাসার শূন্য ভিটায়,
কেউ বাঁধল না ঘর।।
...
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো...