আয় রে ছুটে আয়
আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে। (X2)
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো...
আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে। (X2)
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো...
সন্ধ্যা রানি সাঁঝের বেলায়
রোজ ছিঁড়ে ফেলে সে মুক্তার মালা
কুড়িয়ে রাখে আকাশেরই থালায়
সন্ধ্যা রানি……. ...
এক যে ছিল মাছি
তার নামটি ছিল পাঁচী।
এক যে ছিল মাছি
তার নামটি ছিল পাঁচী।
উড়তে উড়তে পাঁচী, গিয়ে পড়ল...
ও সোনা ব্যাঙ ও কোলা ব্যাঙ
ও সোনা ব্যাঙ ও কোলা ব্যাঙ
সারারাত হেড়ে গলায় ডাকিস গ্যাঙর গ্যাঙ ।
তোরা...
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত
ছয়টি পাখি ছয়টি রুপে
এসে বাংলাদেশে
ছয়টি সুরে করে ডাকাডাকি
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত...
বুলবুল পাখি, ময়না-টিয়ে
আয় না, যা না গান শুনিয়ে (2X)
দূর দূর বনের গান
নীল নীল নদীর গান
দুধভাত দেবো সন্দেশ মাখিয়ে