বঁধু আমি ছিনু বুঝি
বঁধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আঁখি-জলে।
বাদল সাঁঝের যুঁই ফুল হয়ে আসিয়াছি ধরাতলে।।...
বঁধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আঁখি-জলে।
বাদল সাঁঝের যুঁই ফুল হয়ে আসিয়াছি ধরাতলে।।...
সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে,
আঁধার ভবন জ্বলেনি প্রদীপ মন যে কেমন করে॥
উঠানে শূন্য কলসির...
তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে
কহে যাহা বনলতা॥
...
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে……....
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্লে প্রাতে পুষ্প-চোর।
ডাকছে পাখি, 'বৌ গো জাগো' আর ঘুমায়ো না, রাত্রি...
সইভালো ক’রে বিনোদ–বেণী বাঁধিয়া দে
মোরবঁধু যেন বাঁধা থাকে বিননী–ফাঁদে।।
সইবাঁধিতে সে বাঁধন–হারা...
সকরুণ নয়নে চাহ আজি মোর বিদায়-বেলা
ভুলিতে দাও বিদায়-দিনে হেনেছ যে অবহেলা॥
হাসিয়া...
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা
অর্জুন-মঞ্জরি-কর্ণে গলে নীপ-মালিকা, মালবিকা।। ...