ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাঁধা অভিমান
কি....
Song details
Lyrics
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান
রক্তে আমার মিশ্যা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ঘোর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।।
কিসের আশায় মন সঁপিলাম সুরেরই মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়।
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।।
সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।।
…………………………
Song : ছাইড়া গেলাম মাটির পৃথিবী | Chaira Gelam Matir Prithibi
Released: 1986
Artist: Sayed Hasan Tipu, Obscure
Album: Obscure, Vol. 1