চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
....
Song details
Lyrics
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
প্রিয়তমাকে খুঁজে পাই
সুখ-ছোঁয়াতে
প্রিয়তমাকে খুঁজে পাই
সুখ-ছোঁয়াতে
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
জানালায় দাঁড়িয়ে
একাকী ভাবি
ভাবনায় হয়ে যাই
প্রেমের কবি
চাঁদ সে কার হাসি আমি বলবো
সে তো তোমার উদাসী
মন তাই,
প্রিয়তমাকে খুঁজে পাই
সুখ-ছোঁয়াতে
প্রিয়তমাকে খুঁজে পাই
সুখ-ছোঁয়াতে
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
প্রিয়তমাকে
খুঁজে পাই
সুখ-ছোঁয়াতে
প্রিয়তমাকে
খুঁজে পাই
ছোট্ট হৃদয়ে
প্রেম যেন সবই
মন তাই এঁকেছে
তোমার ছবি
আর্ত-হৃদ আবেশে ছিলে তুমি
মোর স্বপ্নেতে উদাসী
মন তাই,
প্রিয়তমাকে খুঁজে পাই
সুখ ছোঁয়াতে
প্রিয়তমাকে খুঁজে পাই
সুখ ছোঁয়াতে
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
চন্দ্রীমা রাত্রিতে
কিংশুক-সৌরভে
প্রিয়তমাকে খুঁজে পাই
সুখ-ছোঁয়াতে
প্রিয়তমাকে খুঁজে পাই
সুখ-ছোঁয়াতে
………………..
Song : Chandrima Ratrite
Singer : Kajal (Pulse Band)
Lyrics : Kabir Bokul
Tune : Version
Music : Pulse