চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
চোখের জলের হয় না কোনো রঙ
তবু কত রঙের....
Song details
Lyrics
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
চোখের জলের হয় না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীন আঁধার পথে
আঁকাবাঁকা
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এলো কোথা থেকে
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এলো কোথা থেকে
ফুলে ভরা সবুজ মনের আকাশ
ধোঁয়ায় ঢাকা
চোখের জলের হয় না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
কুড়িয়ে তোমার আঁচলেতে বেঁধে দিতে চাই
নতুন কোন স্বর্গ দেব, কোথায় খুঁজে পাই
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
নিলো পাখা
চোখের জলের হয় না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীন আঁধার পথে
আঁকাবাঁকা
আঁকাবাঁকা
আঁকাবাঁকা
Chokher Jaler Hoyna Kono Rang Lyrics:
chokher jaler has na cono rang
tabu kat raner chhabi ach aanka
chokher jaler has na cono rang
tabu kat raner chhabi ach aanka
dekhte gie harie gelam gahin aandhar path
aankabanka
aswapn die manak aami bhulie gelam rekhe
tabu keman kare kanna et ello kotha thek
aswapn die manak aami bhulie gelam rekhe
tabu keman kare kanna et ello kotha thek
phule bura sabuj maner akash
dhonya dhaka
chokher jaler has na cono rang
tabu kat raner chhabi ach aanka
bhanga maner dewalete aswapn aanka chhil
pather dhula keman kare chhadie pade gale
bhanga maner dewalete aswapn aanka chhil
pather dhula keman kare chhadie pade gale
kurie tomar anchalete bedhe dite chai
natun kohn swarg debo, kotha khuje paai
taito jivan samay die sajie
nilo pakha
chokher jaler has na cono rang
tabu kat raner chhabi ach aanka
dekhte gie harie gelam gahin aandhar path
aankabanka
aankabanka
aankabanka
…………………………
SONG – CHOKHER JOLER HOYNA KONO RANG
SINGER – KISHORE KUMAR
LYRIC – MUKUL DUTTA
MUSIC – HEMANTA MUKHERJEE
ALBUM – AMAR PUJAR PHOOL