আরো গভীরে যদি যেতে
আমার প্রতি ভাবনায়
আবেগী খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার....
Song details
Song -দেবদাস বলো না আমায় (আরো গভীরে)
Singers - James; Band : Nagar Baul (Feelings)
Lyrics - Album : Piyano
Lyrics
আরো গভীরে যদি যেতে
আমার প্রতি ভাবনায়
আবেগী খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হৃদয়
দেবদাস বলো না আমায়।
তানপুরাটা বাজে না সুরে
এ জীবন সে তো ছিড়ে যাওয়া তার
নিঃস্ব করে আজ সে বহু দূরে
হতে চাই না তার করুণা
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হৃদয়
দেবদাস বলো না আমায়।
ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর
(ওরে পাগলা) জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করো না নিয়ে হৃদয়
দেবদাস বলো না আমায়।