দৃষ্টির সীমানায় বুকেরই আঙ্গিনায়
তুমি আছো সব ই আছে
তুমি নেই কিছু নেই
তুমি....
Song details
Song -দৃষ্টির সীমানায়
Singers - Sayed Hasan Tipu, Obscure
Lyrics - Obscure
Lyrics
দৃষ্টির সীমানায় বুকেরই আঙ্গিনায়
তুমি আছো সব ই আছে
তুমি নেই কিছু নেই
তুমি এলে মনে ওঠে আবেগেরই ঝড়
তোমারই দুচোখে আঁকি স্বপ্ন সাগর
তুমি আছো বলে আছে প্রেমেরই বাসর
তুমি আছো সবই আছে
তুমি নেই কিছু নেই
তুমি এলে জেগে ওঠে ভালোবাসা ভোর
ফুলেরই সুরভি শুধু তোমাতে বিভোর
তুমি আছো বলে আছে মায়াবী প্রহর
তুমি আছো সবই আছে
তুমি নেই কিছু নেই
…………………………
Song : দৃষ্টির সীমানায় | Drishtiro Shimanay
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Obscure
Album: Chomok