দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
হারিয়ে যাওয়া....
Song details
Song -দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
Singers - Mejbah Rahman | Different Touch
Lyrics -
Lyrics
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায়
কেটেছে বিনিদ্র রাত একা একা
বেদনার বালুচরে মেলেএক্ছি পাখা
তুমি হীনা এ জীবন ভাল লাগে না
এ মনের গভীরেতে ব্যথা দিও না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়
কত পার্বণ আসে যায়, তুমি এলে না
মন দ্বীপ নিভে গেছে, আর জ্বলে না
তুমি হারা এ ভূবনে কিছু চাই না
এ মনের বন্দরে ফিরে এসো না
…………………………
Song : দৃষ্টি প্রদীপ জ্বেলে খুজেঁছি তোমায়
Singer: Mejbah Rahman | Different Touch
Lyrics: Ashraf Babu