সুখের ই প্লাবনে বাতাস বহে দক্ষিণা
ঘুম কেড়ে নেয় মায়াবি নীল ওই জোছনা
এই রাত শেষ না হয় (২X)
Lyrics
সুখের ই প্লাবনে বাতাস বহে দক্ষিণা
ঘুম কেড়ে নেয় মায়াবি নীল ওই জোছনা
এই রাত শেষ না হয় (২X)
নিশাচরেরা আজ গানে গানে
ইশারায় শীষ দিয়ে যায়
জুই চামেলীর বনে গন্ধে মাতাল
জোনাক জ্বলে নিভে যায়
এই রাত শেষ না হয় (২X)
সন্ধ্যের যাযাবর পাখিরা সব
খুজে পেয়েছে নীলয়
ঝিলের জলে ওই চাদের আলোয়
দীঘল কোমল ভিজে রয়
এই রাত শেষ না হয় (২X)
…………………………
Song : এই রাত শেষ না হয় | Ei Raat Sesh Na Hoy
Singer: Ali Ahmed Babu | Orbit
Lyrics: Ashraf Babu