চোপ, সুর দে সুর
ঠিক আছে
এক....
Song details
Lyrics
চোপ, সুর দে সুর
ঠিক আছে
এক টানেতে যেমন তেমন
দু’টানেতে রোগী
ওরে মরে গেলাম রে
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখী
ছিলিমের কী মহিমা বাবা!
এক টানেতে যেমন তেমন
দু’টানেতে রোগী
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখী
সুখী, সবাই সুখী
ওরে, এক টানেতে যেমন তেমন
দু’টানেতে রোগী
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখী
ভোলে, ভোলেনাথ
পাঁচ টানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়
ছ’টানেতে আকাশেতে ভেসে থাকা যায়
সব ভেসে যাবে, সব ভেসে যাবে রে
পাঁচ টানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়
ছ’টানেতে আকাশেতে ভেসে থাকা যায়
সাত টানেতে তুমি হবে ব্রহ্মা, বিষ্ণু, কালি
আট টানেতে স্বর্গ, নরক সবই পাবে খালি
দেখাবো নাকি, খালি-ভরি দেখাবো নাকি?
দেখাবো নাকি, খালি-ভরি দেখাবো নাকি?
ন’টানের কী মহিমা!
ন’টানের কী মহিমা, তুমি ব্রহ্মভোগী!
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখী
সুখী, সুখী, সবাই সুখী
এক টানেতে যেমন তেমন
দু’টানেতে রোগী
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখী
কী যে ছিলিমের মহিমা বাবা!
সমুদ্র, এ যে সমুদ্র, চারিধারে সমুদ্র
সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভান্ড
একি! একি! দেবানন্দের হিন্দী ফিলিমি ছিলিম কেন বাবা?
ভুল হয়ে গেছে, বাংলায় ফিরে এসো বাবা
সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভান্ড
তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কান্ড
কান্ড, সব লন্ডভন্ড
সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভান্ড
তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কান্ড
অমৃতের ছিটা পড়ে গজালো যে ঘাস
তাই থেকে পৃথিবীতে হলো গাঁজার চাষ
গাঁজার চাষরে, দাদা
ও গাঁজার চাষরে, দাদা
দেখাবো নাকি, খালি-ভরি দেখাবো নাকি?
সেই গাঁজা খেয়ে যে শিব
ওরে সেই গাঁজা খেয়ে যে শিব হলেন মহাযোগী
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখী
সবাই সুখী, ছিলিমে সুখী
এক টানেতে যেমন তেমন
দু’টানেতে রোগী
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখী
বাম ভোলে, বাম ভোলেনাথ
ওরে এক টানেতে যেমন তেমন
দু’টানেতে রোগী
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখী
চার টানেতে সুখী
চার টানেতে সুখী, হা-হা-হা
ওরে, ওরে, এ এইসা বেইসা দম নেহি
এ শালা গাঁজা কা দম হ্যাঁয়
হি. হি. হি. হি.
……………………..
Song : Ek Tanete Jemon Temon
Movie : Troyee
Artist : Kishore Kumar, Sapan Chakraborty
Music Director : Rahul Dev Burman
Lyricist : Sapan Chakraborty
Director : Goutam Mukherjee
Starcast : Mithun Chakraborty, Debashree Roy, Soumitra Banerjee, Keshto Mukherjee, Helen