ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি আছি, তোমার স্মৃতিতে ....
Song details
Lyrics
ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি আছি, তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে!
মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথ হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আধারের ভালবাসায় হারাতে
ছুটে ছিলাম সেই রূপালী রাতে
এই রাতে সব প্রেম হারিয়েছি অকারনে
নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে?
সমুদ্র কোলাহলের মত অবিরাম ক্ষণে
নগরের যত বিশাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে
ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি আছি, তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে!
Ghumonto Shohore Lyrics:
Ghumonto Shohore Rupaali Raate
Shopnero Neel Chaador Bichiye
Koshter Sheetol Aaboron Joriye
Aami Aachi Aachi Tomaar Smriti Teh
Bhaalobaashar Shokol Baadhon Cheere
Chole Gecho E Hridoy Taa Ke Bhenge
Tumi Aami Ek I Shohore
Tobuo Ekaaki Bhinno Grohey
Mone Pore Shei Niyon Jolaa Rate
Ononto Prem Diyecho Ujaar Kore
Nihshongo Nishi Pothik Pechone Phele
Poth Hetechi Baadha Duti Haate
Dur Adhaarer Bhaalobashaae Haraate
Chutechilaam Shey Rupaali Raate
Ei Raate Shob Prem Hariyeche Okaarone
Nishi Besto Maanush Hoyechi Kemone
Shomudro Kolaaholer Moto Obiraam Khone
Nogoreer Joto Bishaad Amaake Bhor Kore
Dorjaar Choukaath Ke Shiri Baaniye
Binidro Jege Aachi Ei Rupaali Raate
Ghumonto Shohore Rupaali Raate
Shopnero Neel Chaador Bichiye
Koshter Sheetol Aaboron Joriye
Aami Aachi Aachi Tomaar Smriti Teh
Bhaalobaashar Shokol Baadhon Cheere
Chole Gecho E Hridoy Taa Ke Bhenge
Tumi Aami Ek I Shohore
Tobuo Ekaaki Bhinno Grohey