দুচোখে দেখিনা তোমায়
তবু আছো, তুমি আছো?
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে....
Song details
Lyrics
দুচোখে দেখিনা তোমায়
তবু আছো, তুমি আছো?
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া,
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া,
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া।
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া।
এতোদিন কোথায় ছিলে?
পথ ভুলে তুমি কি এলে।
প্রেমেরই কবিতা তুমি
শোনালে যে গান গাহিয়া,
কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া
ভালোবাসো যাও বলিয়া।
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া।
তুমি এলে তাই ফোটে ফুল
তুমি এলে তাই ভাঙ্গে ভুল।
মন আজ কিছু মানে না
হৃদয় সাগর আকুল।
তুমি এলে প্রিয়ার বেশে
ভরে দিলে মন আবেশে,
দক্ষিণা বাতাস তুমি
জুড়ালে দহন হিয়া,
সুরে সুরে বেজে ওঠে বাঁশরিয়া
শুনে সব যাই ভুলিয়া।
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া,
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া।
হাওয়া …
Haowa Megh Saraye Phul Jharaye Lyrics:
Hawa Megh Saraye Phul Jharaye
Jhiri jhiri ele bahiya ||
Khushite bhoreche logon
Aaj othey mon bhoriya
Hawa Megh Soraye Phul Jhoraye
Jhiri jhiri ele bohiya
Etodin kothay chile
Poth bhule tumi ki ele
Premeri kobita tumi
Shonale je gaan gahiya
Kuhu kuhu kuhu daake koyeliya
Valobasho jao boliya
Hawa Megh Saraye ful Jharaye
Jhiri jhiri ele bahiya
Tumi Ele tai phote phool
Tumi ele tai bhange bhul
Mon aaj kichu mane nah
Hridoy shagor aakul
Tumi ele priyar beshe
bhore dile mon aabeshe
Dokkhina batash tumi
Jurale dohon hiya
Shure shure beje uthe bashoriya
Shune sob jai bhuliya
Hawa Megh Saraye Phul Jharaye
Jhiri jhiri ele bahiya
Khushite bhoreche logon
Aaj othey mon bhoriya
Hawa…
…………………………
Song: Haowa Megh Saraye Phul Jharaye
Artist: Kishore Kumar
Music Director: Kishore Kumar
Lyricist: Shibdas Banerjee
Album Title: Shudhu Tomari Janya -Valentine Special 1