যদি তুমি আমার হাত ধরে
অনেক দূর হেঁটে যাও,
যদি তুমি আমার ঘুম হয়ে
অনেক স্বপ্ন....
Song details
Lyrics
যদি তুমি আমার হাত ধরে
অনেক দূর হেঁটে যাও,
যদি তুমি আমার ঘুম হয়ে
অনেক স্বপ্ন এঁকে যাও।
যদি তুমি আলোর দিন হয়ে
আমার আঙিনা সাজিয়ে দাও,
যদি তুমি আবার ভোর হয়ে
আমার এ হৃদয় রাঙিয়ে দাও।
তবে রোজ তুমি আমায় কাছে ডেকো
ওই হাত দুটো ধরে ভালোবেসো,
আবারো দুজন একি সাথে গাইবো
চেনা সেই সুর।
আমি সব ভুলে তোমার আকাশে
অবুঝ সে পুরোনো বাতাসে,
তোমার ওই দুটো চোখের মায়াতে
হারাই বহু দূর, হারাই বহু দূর,
আজ হারাই বহু দূর, হারাই বহু দূর।
এখনো মেঘের ভাঁজে ভাঁজে
তোমার অভিমান ভাসে,
জোৎস্না ঘেরা মায়ার আড়ালে
তোমার কথারা হাসে।
তোমার আমার গল্প গুলো
আজো আমায় খোঁজে,
তোমার আমার কাব্য গুলো
স্মৃতিরাই বোঝে, নীরবে।
যদি তুমি একা নির্জনে
আবার আমায় ভেবে যাও,
যদি তুমি হঠাৎ বৃষ্টি হয়ে
আবার আমায় ডেকে যাও।
যদি তুমি আলোর দিন হয়ে
আমার আঙিনা সাজিয়ে দাও,
যদি তুমি আবার ভোর হয়ে
আমার এ হৃদয় রাঙিয়ে দাও।
তবে রোজ তুমি আমায় কাছে ডেকো
ওই হাত দুটো ধরে ভালোবেসো,
আবারো দুজন একি সাথে গাইবো
চেনা সেই সুর।
আমি সব ভুলে তোমার আকাশে
অবুঝ সে পুরোনো বাতাসে,
তোমার ওই দুটো চোখের মায়াতে
হারাই বহুদূর, হারাই বহুদূর,
আজ হারাই বহুদূর, হারাই বহুদূর।
Harai Bohudur Lyrics:
Jodi tumi amar haat dhore
Onek dur hete jao
Jodi tumi amar ghum hoye
Onek shopno enke jao
Jodi tumi aalor din hoye
Amar angina sajiye dao
Jodi tumi abar bhor hoye
Amar e hridoy rangiye dao
Tobe rooj tumi amay kache deko
Oi hata duto dhore valobesho
Abaro dujon eki sathe gaibo
Chena sei sur
Ami shob bhule tomar akashe
Obujh se purono batase
Tomar oi duto chokher mayate
Harai bohudur aaj harai bohudur
Ekhono megher bhaje bhaje
Tomar obhimaan bhase
Josna ghera mayar aarale
Tomar kothara haase
Tomar amar golpo gulo
Aajo amay khoje
Tomar amar kabbo gulo
Smritirai bojhe nirobe
Jodi tumi eka nirjone
Abar amay vebe jao
Jodi tumi hotath brishti hoye
Abar amay deke jao
………………………
Song Name : Harai Bohudur
Singer : Shusmita Anis and Tahsan Khan
Lyrics, Tune And Composition : Minar Rahman
Music Arrangement : Sajid Sarker