প্রতি রবিবারে তেবারিয়ার হাটে
তেবারিয়ার হাটে তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
হৃদয়ের ক্ষত আছে যার যত
মালিশে ঢেকে দেয়....
Song details
Lyrics
প্রতি রবিবারে তেবারিয়ার হাটে
তেবারিয়ার হাটে তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
হৃদয়ের ক্ষত আছে যার যত
মালিশে ঢেকে দেয় রক্তক্ষরণ
দিয়ে গেছে উপশম সারাটা জীবন
মন্নান মিঞার তিতাস মলম
প্রতি রবিবারে তেবারিয়ার হাটে
তেবারিয়ার হাটে তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
হৃদয়ের ক্ষত আছে যার যত
মালিশে ঢেকে দেয় রক্তক্ষরণ
দিয়ে গেছে উপশম সারাটা জীবন
মান্নান মিঞার তিতাস মলম
তিতাসের বুকে জন্ম যে তার
নাম দিয়েছে তাই তিতাস
দু’টাকা মূল্যের এই মহা ঔষধ
হৃদয়ের ক্ষত সব করে বিনাশ
মন্নান মিঞার তিতাস মলম
রোগ থেকে যদি কেউ পেতে চাও মুক্তি
মেনে নাও লোকটার এই মহা যুক্তি
পোড়া বুকে আর পোড় খাওয়া মনে
তেবারিয়া হাটে এসো সবে জনে জনে
মন্নান মিঞার তিতাস মলম
গোপন ফর্মুলা আছে একটা
দেশীয় লতাপাতা আর নির্যাস
স্বপ্নে পাওয়া কোনো ঔষধ নয়
উত্তরাধিকার সূত্রেও নয়
মন্নান মিঞার তিতাস মলম
প্রতি রবিবারে তেবারিয়ার হাটে
তেবারিয়ার হাটে তেঁতুলতলায়
২৫ বছর ধরে এক জায়গায় বসে
হৃদয়ের ক্ষত আছে যার যত
মালিশে ঢেকে দেয় রক্তক্ষরণ
দিয়ে গেছে উপশম সারাটা জীবন
মন্নান মিঞার তিতাস মলম
Mannan Miyar Titas Malam Lyrics:
Prati ravibar tevariar hate
tevariar hate tentulatla
25 bashwar dhare ek jayga base
hridyer kshat ach yar yat
malishe dheke deya raktaksharan
die gamee upasham sarata jivan
mannan miyar titas malam
prati ravibar tevariar hate
tevariar hate tentulatla
25 bashwar dhare ek jayga base
hridyer kshat ach yar yat
malishe dheke deya raktaksharan
die gamee upasham sarata jivan
mannan miyar titas malam
titaseer buke janma ye taar
naam dies tai titas
dutakar muller ei moha oushudh
hridyer kshat sab kare vinash
mannan miyar titas malam
rog thek yadi keu pete chav mukti
mene nao locter ei maha yukti
pora buke aar pod khawa mane
tevaria hate eso save jane jane
mannan miyar titas malam
gopan farmula ach ekata
deshiya latapata aar niryas
swapne pawa cono aushadh naya
uttaradhikar sutreo naya
mannan miyar titas malam
prati ravibar tevariar hate
tevariar hate tentulatla
25 bashwar dhare ek jayga base
hridyer kshat ach yar yat
malishe dheke deya raktaksharan
die gamee upasham sarata jivan
mannan miyar titas malam
………………………….
Song : Mannan Miar Titas Molom
Singer : James (Nagar Baul)
Lyrics : Latiful Islam Shibli
Album : Nagar Baul (1996)