চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে
দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে
তোমার পথ চেয়ে সারাটা জীবন
আমার দিন রাত আজ....
Song details
Song -ঝড়িয়ে দাও
Singers - Fuad ft. Shunno
Lyrics - Michael Gomes
Lyrics
চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে
দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে
তোমার পথ চেয়ে সারাটা জীবন
আমার দিন রাত আজ হয়েছে পাগল
এই মন কিছু বুঝে না
জীবন তোমাকে ছাড়া
ঝড়িয়ে দাও, অসীম অগচরে
ঝড়িয়ে দাও,
ঝড়িয়ে দাও, বৃষ্টির সুর ধরে
ঝড়িয়ে দাও, তোমার শীতল প্রেমে
মেঘে উড়ে উড়ে…
আসো বৃষ্টির সুরে ভেজা শালিকের কলরবে…
যেটুকু সময় পাবো তোমায় কাছে, আপন করে নেবো ভুলে
এই মন কিছু বুঝে না
জীবন তোমাকে ছাড়া
ঝড়িয়ে দাও, অসীম অগচরে
ঝড়িয়ে দাও,
ঝড়িয়ে দাও, বৃষ্টির সুর ধরে
ঝড়িয়ে দাও, তোমার শীতল প্রেমে
………………………
Song: ঝড়িয়ে দাও | Jhoriye Dao
Singer : Fuad ft. Shunno
Lyric :Michael Gomes
Music : Fuad