কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
আর....
Song details
Lyrics
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
আর তুমি ছাড়া
আমার জীবন কাটবে ভেবে কেঁদেছি
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
ব্যথা দিয়ে ঢেকেছ আশা
দু: খে সাজিয়েছ ভালোবাসা
ব্যথা দিয়ে ঢেকেছ আশা
দু: খে সাজিয়েছ ভালোবাসা
হৃদয় বীণার তার ছিঁড়েছ
দূরে সরে গিয়ে মোরে ভুলেছ
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
শুরুতে হয়েছে যা শেষ
রয়ে গেছে তবু তার রেশ
শুরুতে হয়েছে যা শেষ
রয়ে গেছে তবু তার রেশ
মমতায় গড়েছিলে যে বাঁধন
কোন ভুলে ভেঙে দিলে সে স্বপন
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
আর তুমি ছাড়া
আমার জীবন কাটবে ভেবে কেঁদেছি
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
………………………………….
Song : কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি | Kal Shararat
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Obscure
Album : Obscure V-2