কিছু কথা, কিছু গান আছে
তবুও আমার ব্যথার মাঝে
ছিঁড়েছে তার, তবু প্রাণ আছে
ছিন্ন বীণায়....
Song details
Lyrics
কিছু কথা, কিছু গান আছে
তবুও আমার ব্যথার মাঝে
ছিঁড়েছে তার, তবু প্রাণ আছে
ছিন্ন বীণায় কি সুর বাজে
কিছু কথা, কিছু গান আছে
তবুও আমার ব্যথার মাঝে
ছিঁড়েছে তার, তবু প্রাণ আছে
ছিন্ন বীণায় কি সুর বাজে
চোখেতে ঝলক ছিলো, ছিলো কত আশা
হৃদয়ে আমার ছিলো ভালোবাসা
চোখেতে ঝলক ছিলো, ছিলো কত আশা
হৃদয়ে আমার ছিলো ভালোবাসা
আজও আছে, শুধু সেই তুমি নেই
দেখেছি যেমন বিদায় সাজে
কিছু কথা, কিছু গান আছে
তবুও আমার ব্যথার মাঝে
নিভৃতে পুড়েছে মন প্রণয় ঝড়ে
না বলা কথামালা গাঁথার তরে
নিভৃতে পুড়েছে মন প্রণয় ঝড়ে
না বলা কথামালা গাঁথার তরে
সুর কি কখনো বলো রইবে থেমে
পৃথিবী হারিয়ে মোর তোমার প্রেমে
কিছু কথা, কিছু গান আছে
তবুও আমার ব্যথার মাঝে
ছিঁড়েছে তার, তবু প্রাণ আছে
ছিন্ন বীণায় কি সুর বাজে
কিছু কথা, কিছু গান আছে
তবুও আমার ব্যথার মাঝে
ছিঁড়েছে তার, তবু প্রাণ আছে
ছিন্ন বীণায় কি সুর বাজে
Kichu Kotha Kichu Gaan Ache Lyrics:
Kichu Kotha Kichu Gaan Aache
Tobuo Amar Bethar Maajhe
Chireche Taar Tobu Praan Ache
Chinno Beenae Ki Shur Baaje ||
Chokhete Jholok Chilo Chilo Koto Asha
Ridoye Amar Chilo Bhalobasha |
Aajo Achi Shudhu Shei Tumi Nei
Dekhechi Jaamon Bidaayo Shaaje ||
Nibhrite Pureche Mon Pronoyo Jhore
Naa Bola Kotha Mala Gathaaro Tore |
Shur Ki Kokhono Bolo Roibe Theme
Prithibi Hariye Mor Tomaro Preme ||
…………………………
Song : কিছু কথা কিছু গান আছে
Singer: Mejbah Rahman | Different Touch
Lyrics: Mejbah Rahman