কখনো কখনো মনে
এলোমেলো বৃষ্টি ঝরাও
হারিয়ে যাওয়া সেই তুমি
স্মৃতি হয়ে আমাকে কাঁদাও
হায়....
Song details
Song -কখনো কখনো
Singers - Sayed Hasan Tipu, Obscure
Lyrics - Obscure
Lyrics
কখনো কখনো মনে
এলোমেলো বৃষ্টি ঝরাও
হারিয়ে যাওয়া সেই তুমি
স্মৃতি হয়ে আমাকে কাঁদাও
হায় প্রেম, একি প্রেম
আছ এখনো কি কাছে
নাকি আছ বহু দুরে
প্রেম, একি প্রেম
কখনো ভেজা পথে একাকী চলা
জানি না কখন দু নয়ন ভাসে জলে
তুমিও আজো কি ডাকো কাছে
প্রেম, একি প্রেম
আছ এখনো কি কাছে
নাকি আছ বহু দুরে
প্রেম, একি প্রেম
কিছুটা সময় ছিল তোমাকে পাওয়া
প্রতিটি ক্ষণে তুমি ছিলে আলিঙ্গনে
তোমাকে এখনো ডাকি কাছে
প্রেম, একি প্রেম
আছ এখনো কি কাছে
নাকি আছ বহু দুরে
প্রেম, একি প্রেম
…………………………
Song : কখনো কখনো | Kokhono Kokhono
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Obscure