মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছ আমি আছি আছে সকলে
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো....
Song details
Lyrics
মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছ আমি আছি আছে সকলে
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত
স্বপ্নে ঘেরা ছিলো অবুঝ সেদিন
অজানা ব্যথার মাঝে হয়েছে বিলীন
বালু চরে ঝরে ছিলো যে আঁখি জল
আজো তা বয়ে আছে শিশিরে সজল
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত
শায়খ বেধা পাখি দারুণ ব্যথায়
কেন জানি উড়ে যায় সেই নিরালায়
ভেঙ্গে যাওয়া পাখিটির আহত সে বুক
তবু কেন দেখে যায় সুখেরই স্বপন
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত
মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছ আমি আছি আছে সকলে
সাগর ভেলায় বসে সেই মধু রাত
তাঁরা গুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত
………………………………….
Song : মমতায় চেয়ে থাকা | Momotay Cheye Thaka
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Obscure
Album: Obscure Vol-1