নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।।
নিশ্চুপ চারিধার…ঘুমিয়ে পড়েছে ধরণী।।
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।....
Song details
Song -নেমেছে বিরহের আঁধার
Lyrics - Kamal Ahmed & Kabir Bakul
Lyrics
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।।
নিশ্চুপ চারিধার…ঘুমিয়ে পড়েছে ধরণী।।
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।
চারিদিকে আজ সুখের ফাগুন,
হৃদয়ে আমার জ্বলে আগুন।।
অন্তবিহীন পথ সাথী আমার,
সৃতি নিয়ে বেঁচে আছি তোমার।
তোমায় ভেবে ভেবে কেটে গেছে,
অকারণ কত রজনী।
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।।
কামনার ফুল ঝরে গেছে,
সপ্ন সাগর শুকিয়ে গেছে।।
এ হৃদয় খুঁজে খুঁজে তোমায়,
কবে হারিয়ে গেছে নীল নেশায়।
মনের আকাশ মেঘে ঢেকে আছে,
হৃদয় মরুভূমি।
…………………..
শিরোনামঃ নেমেছে বিরহের আঁধার / Nemeche Biroher Adhar
শিল্পীঃ কামাল আহমেদ
কথাঃ কামাল আহমেদ ও কবির বকুল
ব্যান্ডঃ ডিজিটাল
এ্যালবামঃ ডিজিটাল-ভলিউম-১