ওগো মা – ফাতেমা ছুটে আয়, তোর দুলালের বুকে হানে ছুরি।
দীনের শেষে বাতি নিভিয়া যায় মাগো, বুঝি আঁধার হ’ল....
Song details
Song -ওগো মা – ফাতেমা ছুটে আয় | Ogo Ma Fatema Chute Aye
Singers - Khalid Hossain
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
ওগো মা – ফাতেমা ছুটে আয়, তোর দুলালের বুকে হানে ছুরি।
দীনের শেষে বাতি নিভিয়া যায় মাগো, বুঝি আঁধার হ’ল মদিনা-পুরী ॥
কোথায় শেরে খোদা, জুলফিকার কোথা,
কবর ফেঁড়ে এসো কারবালা যথা –
তোমার আওলাদ বিরান হ’ল আজি, নিখিল শোকে মরে ঝুরি’ ॥
কোথায় আখেরী নবী, চুমা খেতে তুমি, যে গলে হোসেনের
সহিছ কেমনে? সে গলে দুশমন হানিছে শমসের।
রোজ্হাশরে নাকি কওসরের পানি
পিয়াবে তোমরা গো গোনাহ্গারে আনি,
দেখ না কি চেয়ে, দুধের ছেলেমেয়ে পানি বিহনে মরে পুড়ি ॥
- কেন মনোরনে মালতী-বল্লরি দোলে- জানি না | Keno Manobane Malati Ballari Dole
- খা খা খা তোর বক্ষিলারে খা | Kha Kha Kha Bokkhilare Kha
- চঞ্চল সুন্দর নন্দকুমার | Chanchal Shundar Nandakumar
- টারালা টারালা টারালা টা টারালা টারালোল্লা | Tarala Tarala Tarala Ta
- তুমি সারাজীবন দুঃখ দিলে | TUMI SARA JIBAN DUKKHA DILE
- দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা | DAKKHIN SAMIRAN SATHE BAJO BENUKA