ওই এলো রে ওই এ লো রে ওই এলো রে বান
আমার মন পবনের সাম্পান
উজানে ধইরাসে টান
উজানে ধইরাসে....
Song details
Song -ওই এলো রে বান
Lyrics - Ashraf Babu
Lyrics
ওই এলো রে ওই এ লো রে ওই এলো রে বান
আমার মন পবনের সাম্পান
উজানে ধইরাসে টান
উজানে ধইরাসে টান
আমার মন পবনের সাম্পান
মন্ মাঝি তোর বৈঠা নে রে
গাইবো না সেই গান
কোন বন্দরে পাবো জানি
তোমার ই সন্ধান (২X)
আমার মন পবনের সাম্পান
উজানে ধইরাসে টান
উজানে ধইরাসে টান
আমার মন পবনের সাম্পান
চাইয়া থাকো পথপানে
ভাইঙ্গা অভিমান
ভবের মেলায় সঙ্গী হবো
থাক্ তে মনপ্রাণ (২X)
আমার মন পবনের সাম্পান
উজানে ধইরাসে টান
উজানে ধইরাসে টান
আমার মন পবনের সাম্পান
…………………………
Song : ওই এলো রে বান | Oi Elo Re Ban
Singer: Ashraf Babu, Ali Ahmed Babu, Sajjad Hussain Palash | Orbit
Lyrics: Ashraf Babu