ঐ লাল শাড়ি রে
নিশি রাতে যায় কোন বনে -লাল শাড়ি রে
চুল ভিজিয়ে সুগন্ধী তে – লাল শাড়ি....
Song details
Lyrics
ঐ লাল শাড়ি রে
নিশি রাতে যায় কোন বনে -লাল শাড়ি রে
চুল ভিজিয়ে সুগন্ধী তে – লাল শাড়ি রে
যায় ছুটে মিলনের সারে – লাল শাড়ি রে
ঐ লাল শাড়ি রে
রিনি ঝিনি মল বাজে পায়
চোখের ঘুম্ হারায় রে
না জানি কোন গায়ের তরণী
নিশি বিয়ার সাজে যায় রে
ঐ লাল শাড়ি রে
নিশি রাতে যায় কোন বনে -লাল শাড়ি রে
যায় ছুটে মিলনের সারে – লাল শাড়ি রে
ঐ লাল শাড়ি রে
শিশির ভেজা ঘাস মাড়িয়ে
যায় নিঝুম আঁধারে
খোঁপার সুবাশ বকুল মালার
গন্ধে মন হারায় রে ।।
ঐ লাল শাড়ি রে
নিশি রাতে যায় কোন বনে -লাল শাড়ি রে
চুল ভিজিয়ে সুগন্ধী তে – লাল শাড়ি রে
যায় ছুটে মিলনের সারে – লাল শাড়ি রে
ঐ লাল শাড়ি রে
…………………………
Song : ঐ লাল শাড়ি রে | Oi Lal Sari Re
Singer: Ashraf Babu, Ali Ahmed Babu, Sajjad Hussain Palash | Orbit
Lyrics: Ashraf Babu