ঘুমে ঘুমে পালকী চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির....
Song details
Lyrics
ঘুমে ঘুমে পালকী চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির বিছানাতে
অমাবস্যায় ভাল নাই
বন্ধু ভালো নাই…।
মাটির ঘরে অন্য জগৎ
রজনী সারাবেলা
জবাবদিহির আদালতে
ওপারের লীলাখেলা ||
অন্তরে ইবলিস
আগুনে তুই জ্বালিয়ে দিস
পেয়ে যাবি বিধাতার শুভাশিস
ঘুমে ঘুমে পালকি চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই…
আলো নাই
বন্দী ঘরে পাপীর প্রতি
বিধাতার অবহেলা
আলোহীন নিথর দেহে
আঁধারের হোলিখেলা ||
অন্তরে ইবলিস
আগুনে তুই জ্বালিয়ে দিস
পেয়ে যাবি বিধাতার শুভাশিস
ঘুমে ঘুমে পালকি চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির বিছানাতে
অমাবস্যায় ভাল নাই
বন্ধু ভালো নাই ….
ঘুমে ঘুমে পালকি চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির বিছানাতে
অমাবস্যায় ভাল নাই
বন্ধু ভালো নাই ….।
………………….
Song : Palki (Andho Ghar)| পালকী (অন্ধ ঘর )
Singer : James
Band : Nagar Baul
Lyrics: Jamiur Rahman Ronim
Tune : Juwel Babu
Album : Dhoya