পাপের স্রোতে ভেসে চলেছো কোথায় তুমি
কোনদিন ক্ষমা পাবেনা
জীবনের সব সাধ করেছো পুরণ
কখনো কি ভেবে দেখো না
এসো এসো....
Song details
Song -পাপের স্রোতে
Lyrics - Ashraf Babu
Lyrics
পাপের স্রোতে ভেসে চলেছো কোথায় তুমি
কোনদিন ক্ষমা পাবেনা
জীবনের সব সাধ করেছো পুরণ
কখনো কি ভেবে দেখো না
এসো এসো ফিরে পাপের মোহনা ছেড়ে
এ সময় আর পাবেনা
অগ্নিগিরির মত জ্বল্ বে অনলে তুমি
সে অনলে সুখ পাবেনা
নাগিনীর বিষ নিঃশ্বাসের ছোয়া থেকে
কখনো রেহাই পাবেনা
এসো এসো ফিরে পাপের মোহনা ছেড়ে
এ সময় আর পাবেনা
শেষ বিচারের দিন পাবেনা কুল খুজে
হারাবে যে সব কামনা
বিন্দু বিন্দু করে হিসেব দিতে হবে
কখনো কি ভেবে দেখোনা
এসো এসো ফিরে পাপের মোহনা ছেড়ে
এ সময় আর পাবেনা
…………………………
Song : পাপের স্রোতে | Paper Srotey
Singer: Ashraf Babu, Ali Ahmed Babu, Sajjad Hussain Palash | Orbit
Lyrics: Ashraf Babu