পুর্ণিমা চাঁদ নিভে যায়
মল্লিকা ফুল ঝরে যায়
এলে তুমি এ সময়ে
নিমেষে আধার কালো
Song details
Song -পুর্ণিমা চাঁদ
Lyrics - Ashraf Babu
Lyrics
পুর্ণিমা চাঁদ নিভে যায়
মল্লিকা ফুল ঝরে যায়
এলে তুমি এ সময়ে
নিমেষে আধার কালো
মাধবীর তারা ফোটে তোমার চোখে
ময়ুরীর মায়া যেনো জড়িয়ে থাকে।
তরী হয়ে জোছনায়
হৃদয়েতে ভাসো
পুর্ণিমা চাঁদ নিভে যায়
মল্লিকা ফুল ঝরে যায়
কবিতার যত কথা তোমার ঠোটে
বনলতা ওই চোখে আবির মেখে।
এলে যদি অনুভবে
মন জুড়ে থেকো
পুর্ণিমা চাঁদ নিভে যায়
মল্লিকা ফুল ঝরে যায়
…………………………
Song : পুর্ণিমা চাঁদ | Purnimar Chand
Singer: Ashraf Babu, Ali Ahmed Babu, Sajjad Hussain Palash | Orbit
Lyrics: Ashraf Babu