এমন কোনো বর্গীর জাত জন্মেনি এই ধরায়
বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়
চেতনায় আজও সদা জাগ্রত সূর্যসন্তানেরা
ইতিহাস দেখ....
Song details
Lyrics
এমন কোনো বর্গীর জাত জন্মেনি এই ধরায়
বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়
চেতনায় আজও সদা জাগ্রত সূর্যসন্তানেরা
ইতিহাস দেখ ঠায় দাঁড়িয়ে মুক্তির গানে ঘেরা
মেঠোপথে আজও আলতাফ হাঁটে সুরে সুরে আর গানে
আবারও মুনির এসে দাঁড়াবে এই মঞ্চের টানে টানে
এমন কোন বর্গীর জাত জন্মেনি এই ধরায়
বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়
চেতনায় আজও সদা জাগ্রত সূর্যসন্তানেরা
ইতিহাস দেখ ঠায় দাঁড়িয়ে মুক্তির গানে ঘেরা
মেঠোপথে আজও আলতাফ হাঁটে সুরে সুরে আর গানে
আবারও মুনির এসে দাঁড়াবে এই মঞ্চের টানে টানে
থেমে নেই আজ সেলিনার সেই শিলালিপি প্রকাশনা
শহিদুল্লাহ’র সংসপ্তক ঘরে ঘরে আছে জানা
মেহেরুন্নেসা লিখেই চলেছে bullet-এর ঝড় তুলে
সিরাজউদ্দীন পাতায় পাতায় কত বিষ যায় ঢেলে
মেঠোপথে আজও আলতাফ হাঁটে সুরে সুরে আর গানে
আবারও মুনির এসে দাঁড়াবে এই মঞ্চের টানে টানে
যোগ হাসানের প্রতিবাদী ঝড় ক্যাম্পাসে ক্যাম্পাসে
চায়ের কাপে মধুদার হাসি বারে বারে ফিরে আসে
রায়হান আজও করে প্রতিবাদ “Stop Zenoside” নামে
আমরা থামিনি ছুটেই চলেছি শিকড়ের সন্ধানে
মেঠোপথে আজও আলতাফ হাঁটে সুরে সুরে আর গানে
আবারও মুনির এসে দাঁড়াবে এই মঞ্চের টানে টানে
এমন কোনো বর্গীর জাত জন্মেনি এই ধরায়
বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়
চেতনায় আজও সদা জাগ্রত সূর্যসন্তানেরা
ইতিহাস দেখ ঠায় দাঁড়িয়ে মুক্তির গানে ঘেরা
মেঠোপথে আজও আলতাফ হাঁটে সুরে সুরে আর গানে
আবারও মুনির এসে দাঁড়াবে এই মঞ্চের টানে টানে
এমন কোনো বর্গীর জাত জন্মেনি এই ধরায়
বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়
চেতনায় আজও সদা জাগ্রত সূর্যসন্তানেরা
ইতিহাস দেখ ঠায় দাঁড়িয়ে মুক্তির গানে ঘেরা
মেঠোপথে আজও আলতাফ হাঁটে সুরে সুরে আর গানে
আবারও মুনির এসে দাঁড়াবে এই মঞ্চের টানে টানে
এমন কোনো বর্গীর জাত জন্মেনি এই ধরায়
বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়
…………………………
Song : স্বাধীনতার বীজমন্ত্র | Shadhinotar Bijmontro
Released: 2014
Artist: Sayed Hasan Tipu, Obscure
Album: Obscure O Bangladesh