আমারই আছো সেই সে তুমি
বুকের মাঝে আছো সেই সে তুমি
হৃদয় ছোয়া ভালবাসায়
আছো....
Song details
Song -সেই তুমি (আমারই আছো সেই সে তুমি)
Singers - Sayed Hasan Tipu, Obscure
Lyrics - Obscure
Lyrics
আমারই আছো সেই সে তুমি
বুকের মাঝে আছো সেই সে তুমি
হৃদয় ছোয়া ভালবাসায়
আছো সকল ব্যাথা আর কথায়
সেই তুমি সেই তুমি
হৃদয় জুড়ে আছো সেই তুমি
স্নিগ্ধ ভোরের শিশির কনায়
মিশে আছো শুধু সেই তুমি
নিঃসঙ্গ রাতের সোনালী স্বপ্নে।।
তোমারই কথা ভাবি আনমনে
সেই তুমি সেই তুমি
হৃদয় জুড়ে আছো সেই তুমি
তুমি যতই দূরে যাও
তুমি যতই ব্যাথা দাও আছো আমারি
সেই তুমি
তুমি আছ দীর্ঘশ্বাসে আছো আমার সব বিশ্বাসে
আমারি সুখে আমারি দুঃখে
তুমি আছো শুধু এই বুকে
সেই তুমি সেই তুমি
বুকের মাঝে আছো সেই সে তুমি।।
………………………………….
Song : সেই তুমি (আমারই আছো সেই সে তুমি) | Amar i Acho Shei Se Tumi
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Obscure
Album: Shopnocharini