যখনই দুঃখগুলো সুখ হতে চায়
ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায়
সুখ যত ছিলো এ হৃদয় গভীরে
অবহেলা দিয়ে তুমি....
Song details
Lyrics
যখনই দুঃখগুলো সুখ হতে চায়
ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায়
সুখ যত ছিলো এ হৃদয় গভীরে
অবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়ে
তোমাকে ঘিরে আমার স্বপ্ন ছিলো
আশা ভালোবাসা ছিলো
স্বপ্নগুলো হলো এলোমেলো
লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলে না
এক জীবনে সুখি হয় বলো কজনা
সুখ সেতো কাঁটাঘেরা ফুলেরই মালা
ভালোবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা
কি করে ভুলেছো তুমি এই আমাকে
ভুলিনি আমি তোমাকে
স্বপ্নগুলো কেন এলোমেলো
তোমায় বুকে ধরে আমি হয়েছি উদাসি
কত না স্বপ্ন এ মন দেখেছে
তোমাকে ছাড়া আমি আজ রয়েছি একাকি
বিরহ মেঘেরা আকাশ ছেয়েছে
তবু লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলে না
এক জীবনে সুখি হয় বলো ক’জনা
সুখ সেতো কাটাঘেরা ফুলেরই মালা
ভালোবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা
সুখ যত ছিলো এ হৃদয় গভীরে
অবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়ে
কি করে ভুলেছো তুমি এই আমাকে
ভুলিনি আমি তোমাকে
স্বপ্নগুলো হলো এলোমেলো…।।
………………………………….
Song : স্বপ্নগুলো | Shopno Gulo
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Obscure
Album: Shopnocharini