সূচনা, কেমন আছো, কোথায় আছো
জানিনা।
সুখে থেকো এইটুকু মোর কামনা, সূচনা।।
কথার মালা....
Song details
Song -সূচনা
Singers - Kamal Ahmed
Lyrics - Kamal Ahmed
Lyrics
সূচনা, কেমন আছো, কোথায় আছো
জানিনা।
সুখে থেকো এইটুকু মোর কামনা, সূচনা।।
কথার মালা দিয়ে গেথেছিলাম,
ভালোবাসার গান
সূরের প্রতিমা গড়েছিলাম, দিয়ে
মনপ্রাণ।।
ভেঙ্গে গেছে কত আশা, ভেঙ্গেছে সুর-
সাধনা, সূচনা
সূচনা, কেমন আছো, কোথায় আছো
জানিনা
ফেলেছো কি তুমি কখনো, দু’ফোঁটা
চোখের জল
ঘুমহীন মোর দুটি চোখে, জলে ছলছল।।
প্রেম চিঠি লিখবো না আর, আর কখনো
কাঁদবো না, সূচনা
সূচনা, কেমন আছো, কোথায় আছো
জানিনা
সূচনা, কেমন আছো, কোথায় আছো
জানিনা।।
সুখে থেকো, এইটুকু মোর কামনা, সূচনা
……………..
সূচনা | Suchona
কথা ও সুরঃ কামাল আহমেদ
কন্ঠঃ কামাল আহমেদ
ব্যান্ডঃ ডিজিটাল
এ্যালবামঃ ডিজিটাল ভলিউম ১
এ্যালবাম প্রকাশঃ ১৯৯২