তুমি অকারণে এই মনে ব্যথা দিও না
ভালোবাসি এত তবুও কেন বুঝো না
যদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো....
Song details
Lyrics
তুমি অকারণে এই মনে ব্যথা দিও না
ভালোবাসি এত তবুও কেন বুঝো না
যদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো না
ভালোবাসা মিছে আশা শুধু ছলনা
তবুও সব বাধা ভেঙ্গে তবুও তোমাকেই চাই
তুমি ছাড়া এ ভুবনে কোন সুখ নাই
জানি প্রথম প্রেমের মত কোন প্রেম নাই
বার বার ফিরে আসি যদি ফিরে পাই তাই
You are my sunshine my only sunshine
You make me happy when skies are grey
You’ll never know dear how much I love you
So please don’t take my sunshine away
তবুও ইচ্ছেগুলো শুধু তোমাকে খোঁজে
বুকে সাগরের ঢেউ তোমাকে বোঝে
আর প্রতিদিন প্রতি রাতে প্রতিটি কাজে
তুমি আছো প্রতিক্ষণে বুকেরই মাঝে
তাই ভাবি শুধু কবে তুমি আসবে কাছে
শূন্য ভুবনে মোর জোছনা মাঝে
আমি তোমার চোখের মাঝে স্বপ্ন খুঁজি
অচেনা ভুবনে শুধু তোমাকে খুঁজি তাই
You are my sunshine my only sunshine
You make me happy when skies are grey
You’ll never know dear how much I love you
So please don’t take my sunshine away
তুমি অভিমান করে দুরে সরে যেও না
ভালোবাসি এত তবুও কেন বুঝো না
যদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো না
ভালোবাসা মিছে আশা শুধু ছলনা
তবুও সব বাধা ভেঙ্গে তবুও তোমাকেই চাই
তুমি ছাড়া এ ভুবনে কোন সুখ নাই
জানি প্রথম প্রেমের মত কোন প্রেম নাই
বার বার ফিরে আসি যদি ফিরে পাই তাই
You are my sunshine my only sunshine
You make me happy when skies are grey
You’ll never know dear how much I love you
So please don’t take my sunshine away
………………………………….
Song : তোমাকে চাই | Tomakei Chai
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Obscure
Album: Shopnocharini