তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরণযাত্রা যেদিন যাবে
মরণযাত্রা যেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
....
Song details
Lyrics
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরণযাত্রা যেদিন যাবে
মরণযাত্রা যেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
মরণযাত্রা যেদিন যাবে
আমায় দেখতে তোমায় দেয়নি যারা
জানবে না যে কেউ তো তারা
আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে
দেখবো তোমায় বিভোর ভাবে
মরণযাত্রা যেদিন যাবে
তুমি ফুল ছুঁড়ো না ওপর থেকে
একটু ফেলো দীর্ঘনিঃশ্বাস
আমার শিয়রে জ্বলা ধূপের ধোঁয়ায়
ওটাই হবে সুখের বাতাস
তুমি ফুল ছুঁড়ো না ওপর থেকে
যদি নতুন কোনো জন্ম থাকে
পাবো দু’জন দু’জনাকে
সেদিন নতুন হয়ে আসবো কাছে
তখন তোমায় কে আটকাবে?
মরণযাত্রা যেদিন যাবে
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরণযাত্রা যেদিন যাবে
মরণযাত্রা যেদিন যাবে
Tomar Barir Samne Diye Lyrics:
tomar barhi saman die
amar marnayatra yedin yave
marnayatra yedin yave
tumi barandate dandie thecho
shesh dekhata dekhte pave
marnayatra yedin yave
ama dekhte toma deyani yaara
janabe na ye keu to tara
aami pathar chokher drushti die
dekhbo toma bibhor bhave
marnayatra yedin yave
tumi phul chhundo na opr thek
ekatu phelo dirghanivswas
amar shinyr jwala dhooper dhonya
otai have sukher batus
tumi phul chhundo na opr thek
yadi natun cono janma thake
sedin natun hay asbo kache
takhan toma ke atkave?
marnayatra yedin yave
tomar barhi saman die
amar marnayatra yedin yave
marnayatra yedin yave
……………………………..
Song: Tomar Barir Samne Diye
Movie: Tumi Kato Sunder
Cast: Tapas Paul, Monmon Sen
Singer: Kishore Kumar
Music: Mrinal Bandhyapadhya
Lyrics: Pulak Bandhyapadhya