কলি কালের ভন্ড বাবা খাজা বাবার নাম ভাঙ্গাইয়া
ধর্মটারে ল্যাঙ মারিয়া ভাঁওতাবাজির এমডি সাজে
বাবারে বাবা ও বাবা ভন্ড....
Song details
Lyrics
কলি কালের ভন্ড বাবা খাজা বাবার নাম ভাঙ্গাইয়া
ধর্মটারে ল্যাঙ মারিয়া ভাঁওতাবাজির এমডি সাজে
বাবারে বাবা ও বাবা ভন্ড বাবা বাবারে বাবা ও বাবা কলি বাবা
আবারো সেই এমডি বাবার মুরিদ নামের চামচাগুলা
হাদিস কোরআন ভুইলা গিয়া বাবার লেখা থিসিস পড়ে
বাবারে বাবা ও বাবা ভন্ড বাবা বাবারে বাবা ও বাবা কলি বাবা
হাজার টাকার ভিজিট লইয়া পীর বলিয়া ডিগ্রি লাগায়
ওরস কইরা ধান্দা করে ট্যাক্স আলাগো চুপকি দেখায়
বাবারে বাবা ও বাবা ভন্ড বাবা বাবারে বাবা ও বাবা কলি বাবা
মুরিদ সব জিকির করে কলকি ভরা গাজার নেশায়
পীর বাবারে সেজদা করে পাপের স্রোতে জীবন ভাসায়
বাবারে বাবা ও বাবা মর্ডান বাবা বাবারে বাবা ও বাবা গাজার বাবা
…………………………
Song : কলিকালের ভণ্ড বাবা | Kolikaler Vondo Baba
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Obscure
Album: Obscure Vol-1