দিয়েছিলে যা নিয়ে নিতে পারো
লেখা কবিতা গাওয়া গান যতো
খোজে দেখো না পাবে না কেউ আমার মত
মুছে দিও...
তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা
সময় এসে চলে যায় ঘড়ির কাটাঁয় ব্যস্ততায়
তুমি আসবে...
চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
ভয় করি না আমি কোন কিছু
যদি তুমি আমি...
মনের ভেতর রইয়াছে ঘর
ঘরের ভেতর কে
সবখানে তার নজরদারি
খবর রাখে সে
মানে না সে আমার কথা
গোস্যা করে সে
কারণে বা...
কে বাঁশি বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশি বাজায় রে
মন...
আমাকে কিভাবে তুমি বুঝাবে আবার
তুমি যে মিশে আছো আমায়
আমার দু'চোখের পাতায় প্রতিটি স্বপ্ন জুড়ে
...