এভাবে কে ডাকে
এভাবে কে ডাকে?
এভাবে কে ডাকে?
ও.. এভাবে কে ডাকে?
সোনার কাঁঠি রুপোর কাঁঠির ছোঁয়ায়
করলি এ কি হারিয়েছি আমায়,
ধোঁয়ায় ধোঁয়ায়।
এভাবে...
এভাবে কে ডাকে?
এভাবে কে ডাকে?
ও.. এভাবে কে ডাকে?
সোনার কাঁঠি রুপোর কাঁঠির ছোঁয়ায়
করলি এ কি হারিয়েছি আমায়,
ধোঁয়ায় ধোঁয়ায়।
এভাবে...
কী করে তোকে বলবো, তুই কে আমার
আয় না সাথে চলবো, সব পারাপার
মনেরই আশকারাতে, তোর কাছে এলাম
হারিয়ে গেলাম...
হাওয়া লাগে চোখে মুখে
ভাল লাগে কম বেশি
গড়িয়ে যাক অফিস কাজ
খালের পাশাপাশি
হাওয়া...
এটা গল্প কার দেখো লিখছে কে
ভুলে অন্ধকার আলো শিখছে কে (x2)
কিছু আবদারের জানি নেই মানে
তোর সঙ্গে আজ...
হতে পারি রোদ্দুর,
হতে পারি বৃষ্টি,
হতে পারি রাস্তা, তোমারই জন্যে।
হতে পারি বদনাম,
হতে...
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ...
চাকায় চাকায় ঘোরে কাহিনীর ছায়াবাজি খেলা
পর্দামগ্ন হয়ে থাকে অগুনতি চোখে দুই বেলা
ও, ইচ্ছে পূরণে তালি, হাসাহাসি, অভিমান, গালি
অথবা বিদায়ী...
যেভাবে চালাবো চলবো আমি তোর সাথে
যেভাবে জ্বালাবি জ্বলবো আমি তোর হাতে
এ মরণ বারে বারে চাই
ও যেটুকু জানি...