Read more

Show more
Ebhabe Ke Daake

এভাবে কে ডাকে

এভাবে কে ডাকে?
এভাবে কে ডাকে?
ও.. এভাবে কে ডাকে?
সোনার কাঁঠি রুপোর কাঁঠির ছোঁয়ায়
করলি এ কি হারিয়েছি আমায়,
ধোঁয়ায় ধোঁয়ায়।
এভাবে...

মনেরই মাঝে যেন

মনেরই মাঝে যেন
নাড়ছে কড়া কেউ
দূরের নদীপাড়ে
আছড়ে পড়ে ঢেউ
এ জেলখানা জুড়ে ...

তোমাকে ছুঁয়ে দিলাম

আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ...

চাকায় চাকায় ঘোরে কাহিনীর

চাকায় চাকায় ঘোরে কাহিনীর ছায়াবাজি খেলা
পর্দামগ্ন হয়ে থাকে অগুনতি চোখে দুই বেলা
ও, ইচ্ছে পূরণে তালি, হাসাহাসি, অভিমান, গালি
অথবা বিদায়ী...

আর কোনো কথা না বলে

যেভাবে চালাবো চলবো আমি তোর সাথে
যেভাবে জ্বালাবি জ্বলবো আমি তোর হাতে
এ মরণ বারে বারে চাই
ও‌ যেটুকু জানি...

ঠিক এমন এভাবে

ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে।
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি...