মা ( দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ )
দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো
জন্মান্তরের বাঁধন...
দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো
জন্মান্তরের বাঁধন...
মনপুর জংশন থেকে পাহাড়পুরের পথে
খাল পেরিয়ে মাঠ পেরিয়ে সবুজ ধানের ক্ষেত্ পেরিয়ে
কাজল দীঘির জল ছুঁয়ে ভালোবাসার চিঠি...
আমি আকাশের কাছে জানতে চাই
কী আমার অপরাধ?
আমি পৃথিবীর কাছে জানতে চাই
কেন এ জীবন বরবাদ
আমি আকাশের কাছে জানতে...
নীরবে, অভিমানে নিভৃতে,
করছো তিলে তিলে নিজেকে শেষ।
কেনো বলো, পৃথিবীতে কেউ কারো নয়?
হয়ে গেছে ভালবাসা নিঃশেষ।
বন্ধু, ভেঙ্গে ফেলো...
এই দিদিমণি, দিদিমণি,
সেলাই দিদিমণি ।
ছলো ছলো চোখে সেই দিদিমণি ।
আরে দিদিমণি, দিদিমণি ।
সেলাই দিদিমণি । আআআ… দিদিমণি
এই...
মানুষেরও যে আকাশের মত হৃদয় থাকতে পারে
তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না।
রূপকথারও বাইরে যে এক...
কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই...
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই,
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও...
অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা x2
এই সংসারে সবাই একা
কেউ বোঝে না কারো ব্যথা
তোমার কাছে তুমি...
আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে...