ঝরা ফুলে মুখ ঢেকে চেনা পথ দেয় হাতছানি
ঝরা ফুলে মুখ ঢেকে চেনা পথ দেয় হাতছানি,
মোর মধু-স্মৃতি লয়ে আজও
পাখী বাঁধে নীড়খানি। ...
ঝরা ফুলে মুখ ঢেকে চেনা পথ দেয় হাতছানি,
মোর মধু-স্মৃতি লয়ে আজও
পাখী বাঁধে নীড়খানি। ...
সেদিন ছিল কি গোধূলি–লগন শুভদৃষ্টি ক্ষণ।
চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব...
যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে
আমার বিরহ–লিপি লেখা কেয়া পাতে।।
আমার প্রিয়ার দিরঘ...
বঁধু মিটিলনা সাধ ভালোবাসিয়া তোমায়।
তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়।। ...
বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী
সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।। ...