Read more

Show more
Winning

অচেনা শহর | Ochena Shohor

এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে
এক ছোট্ট মায়াবী শহরে
একটি ছেলে
একাকী ভাবে সেই...

অভিশাপ দিলে | Ovishap Dile | ARK

হাজারো বছর ধরে চলেছি, অন্ধ এক মোহে
ছুটেছি সূর্যেরি দিকে এক নিষ্ঠুর ধূসরতায়
কত বিদ্রোহ করেছি কত রাত কেঁদেছি
কত...

Obscure-Tipu

আজাদ | Azad

পারছি না আর সইতে মাগো আমি এ যন্ত্রণা
মন চাইছে ঠিক বলে দেই মুক্তির আস্তানা
আঙ্গুলগুলো অবশ ভীষণ, একটিও...

Winning

ইচ্ছে করে | Ichchey Kore

ইচ্ছে করে
যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর………

ইচ্ছে...

James

এই দিদিমণি, দিদিমণি | Didimoni | James

এই দিদিমণি, দিদিমণি,
সেলাই দিদিমণি ।
ছলো ছলো চোখে সেই দিদিমণি ।
আরে দিদিমণি, দিদিমণি ।
সেলাই দিদিমণি । আআআ… দিদিমণি
এই...

এই নষ্ট শহরে | Ei Nosto Shohore

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান,
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে
মাস্তানি সব সেরে,
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ...

Orbit

এই রাত শেষ না হয় | Ei Raat Sesh Na Hoy

সুখের ই প্লাবনে বাতাস বহে দক্ষিণা
ঘুম কেড়ে নেয় মায়াবি নীল ওই জোছনা
এই রাত শেষ না হয় (২X)

তুমি যদি বলো
ভোরের বেলার কাক
শব্দ করা একলা ইস্টিমার
ফেরিওলার হাক
লাঠি হাতে ডাকাত সর্দার
রাত...

একাকী | Ekaki | ARK

একাকী একাকী একাকী
আমি একাকী

রাত্রি অনেক হলো
চোখে নেই কোন ঘুম
...

Orbit

ঐ লাল শাড়ি রে | Oi Lal Sari Re

ঐ লাল শাড়ি রে
নিশি রাতে যায় কোন বনে -লাল শাড়ি রে
চুল ভিজিয়ে সুগন্ধী তে – লাল শাড়ি...

ও আমার সখি | O Amar Shokhi

ও আমার সখি
জলের মাখামাখি
ওরে ও আমার সখি
জলের মাখামাখি
ছেড়ে এবার ঘাটে আয়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো...

Orbit

ওই এলো রে বান | Oi Elo Re Ban

ওই এলো রে ওই এ লো রে ওই এলো রে বান
আমার মন পবনের সাম্পান
উজানে ধইরাসে টান
উজানে ধইরাসে...

Obscure

কখনো কখনো | Kokhono Kokhono

কখনো কখনো মনে
এলোমেলো বৃষ্টি ঝরাও
হারিয়ে যাওয়া সেই তুমি
স্মৃতি হয়ে আমাকে কাঁদাও
হায়...

Obscure

কেমন আছো | Kemon Acho

একা একা মনের কোণে
জমেছে মেঘ প্রতিক্ষণে
তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে দূরে সরে যাও
জানিনা এ আমায় ভূলে
কোথায়...

LRB band

ঘুমন্ত শহরে | Ghumonto Shohore

ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি আছি, তোমার স্মৃতিতে ...

Jhoriye Dao

ঝড়িয়ে দাও | Jhoriye Dao | Fuad

চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে
দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে
তোমার পথ চেয়ে সারাটা জীবন
আমার দিন রাত আজ...

Obscure-স্বপ্নচারিণী

তোমাকে চাই | Tomakei Chai

তুমি অকারণে এই মনে ব্যথা দিও না
ভালোবাসি এত তবুও কেন বুঝো না
যদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো...

James Nagar Baul

দিওয়ানা মাস্তানা | Dewana Mastana | James

দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা
তুমি বুঝলানা বুঝলানা আমার মনের বেদনা
এত সস্তা না সস্তা না রাস্তা ছেড়ে যাবো...

দূরে বহুদূরে গাংচিল | Dure Bohu Dure

দূরে বহুদূরে গাংচিল
উড়ে উড়ে কাকে খুঁজে বেড়ায়
দূরে বহুদূরে গাংচিল
উড়ে উড়ে কাকে খুঁজে বেড়ায়
অসীম শুন্যতায় যেখানে আকাশ নীল
অবিরত...

Winning

ধূমকেতু | Dhumketu

নিঝুম শহরে বৃষ্টি ধোঁয়া রাত্রি
মৌন ক্লান্ত আমি সময়ের যাত্রী
পিছু ফেলে যেতে চাই সকল মায়া
মনের কোণে তবু কিসের...

Winning Band

নীল চোখ | Neel Chokh

নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি আমি এঁকেছি
তার চোখ ভরে জাদু আমি দেখেছি
যেন স্বর্গের কাছাকাছি...

Kamal Ahmed-Digital

নেমেছে বিরহের আঁধার | Nemeche Biroher Adhar

নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।।
নিশ্চুপ চারিধার…ঘুমিয়ে পড়েছে ধরণী।।
নেমেছে বিরহের আঁধার,
নিভে গেছে আলোর দেয়ালি।...

James Nagar Baul

পলাতক চাঁদ এই রাতে | Polatok | James

পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি এসেছো বলে ভালবাসার
গান শোনাতে
পলাতক চাঁদ এই রাতে
ফেলেছে আলো দেবদারু বীথিতে
তুমি...

Orbit

পাপের স্রোতে | Paper Srotey

পাপের স্রোতে ভেসে চলেছো কোথায় তুমি
কোনদিন ক্ষমা পাবেনা
জীবনের সব সাধ করেছো পুরণ
কখনো কি ভেবে দেখো না
এসো এসো...

James

পালকী (অন্ধ ঘর ) | Palki (Andho Ghar)

ঘুমে ঘুমে পালকী চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির...

Orbit

পুর্ণিমা চাঁদ | Purnimar Chand

পুর্ণিমা চাঁদ নিভে যায়
মল্লিকা ফুল ঝরে যায়
এলে তুমি এ সময়ে
নিমেষে আধার কালো

...

বড় অচেনা | Boro Ochena | ARK

মনে মনে শুধু তোমারই ভাবনায়
বিরহের অনলে অতৃপ্ত বাসনায় এতো
কিছু বুঝানো যায়না
তুমি কেনো এসেছিলে
কিছু...

বাবা

বাবা | Different Touch

বাবা বলতো বড় হয়ে নে খোকা,
তোকে নিয়ে যাবো একদিন
ঐ পাহাড়ের চুড়ায়। 2X

...

Bioscope

বায়োস্কোপ | Bioscope

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায়...

James Nagar Baul

বিদ্রোহী | Biddrohi | James

বিদ্রোহী আমি এখন,
আর কাঁদি না যখনতখন একটু ব্যাথায়
বিদ্রোহী আমি এখন,
ভেঙে পরিনা শত আঘাতে লাঞ্ছনায় ।।
দরদিয়া দুখের বারুদ...

Brishti Pore bappa

বৃষ্টি পরে | Brishti Pore

বৃষ্টি পরে, অঝোর ধারায়
বৃষ্টি পরে, লজ্জা হারায়
বৃষ্টি পরে জলে ভিজে
ঐ মেয়েটি, কে কি যে! [X2]

...

বেলা শেষে | Bela Seshe

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে একেছি তোমায়
মোছনা তুমি তারে দুঃখেরই ছোয়ায়
সাজিয়ে...

Obscure-স্বপ্নচারিণী

ভালো লাগে আমার | Valo Lage Amar

ভালো লাগে আমার
প্রিয় চেনা সুর
ভালো লাগে ভালো লাগে
রিনিঝিনি তোমার ই নুপুর
ভালো লাগে আমার...

মনে পড়ে সুধাংশু | Sudhangshu | James

মনে পড়ে সুধাংশু
সেই উনিশ পাঁচ দুই
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই
শ্লোগানে, মিছিলে এক সাথে ছিলাম,
সেই আমি আর...

Obscure

মাঝ রাতে চাঁদ যদি | Majhrate Chad Jodi

মাঝ রাতে চাঁদ যদি
আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
বুঝে নেবো তারে...

মানব বোমা ( তোমায় ভালোবাসবো বলে ) | Manob Boma | Rupam Islam | Fossils

তোমায় ভালোবাসবো বলে
দেখতে চাইনা আর তোমায়
তুমি বয়ে যেতে পার
বেছে নেওয়া নর্দমায়
শান্ত করতে চাইনা কান্না
কোনো মিথ্যে শান্তনায়
ছিন্ন ভিন্ন...

Obscure

রজনী কাটে | Rojoni Kate

রজনী কাটে রবির ছোঁয়ায়
পাখিরা হারায় সুরের খেয়ায়
নিয়তি আমার তোমায় খোঁজে
এ মনে আজ কি সুর বাজে
রজনী কাটে রবির...

James Nagar Baul

রাজনীতি | Rajniti | James

রাজনীতি খোলস যে আমার
সাধনা ক্ষমতায় যাবার
জনগণ চেনে না আমায়
ভণ্ড পীরের তাবিজ...

Valobasher tanpura

রাজনীতি | Rajneeti

হাল জামানার রাজনীতি ভাই করতাছি যে আমরা সবাই
পিছন পকেট সদাই গরম, গলাবাজির আছে যে সাঁই (আছে যে...

LRB band

রুপালি গিটার | Rupali Guitar

এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে...

Winning

শীতের সকালে | Shiter Sokale

হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো শীতের সকালে...

সাদা এ্যাস্ট্রে | Sada Ashtray | James

মাঝ রাতে ভরা এ্যাস্ট্রেটা দেখে ভাবি আমার অনেক ভাবনা চিন্তা
আগুন জ্বলে আর আগুন জ্বলে
পুড়ে পুড়ে ছাই ছাই...

Orbit-Protikkha

সুনিতা | Shunita

সুনিতা ফিরে এসো না
একা থাকার এই জ্বালা
কেনো বোঝ না (3X)

তোমায় ভেবে...

Digital BAnd

সূচনা | Suchona

সূচনা, কেমন আছো, কোথায় আছো
জানিনা।
সুখে থেকো এইটুকু মোর কামনা, সূচনা।।

কথার মালা...

Winning Band

সোনার মেয়ে | Ogo Sonar Meye

ওগো সোনার মেয়ে, বলনা কি পেয়েছো?
হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো?
বলনা কি পেয়েছো?
ওগো সোনার মেয়ে, বলনা...

Obscure

স্টপ জেনোসাইড | Stop Genocide

সীমান্তে ফের মানুষের ঢল নামছে
পিছমোড়া বিষ ঢেলে দিয়ে গেছে বৃশ্চিক
নাফ নদীজল পেরিয়ে আসতে হচ্ছে
...

Obscure-স্বপ্নচারিণী

স্বপ্নগুলো | Shopno Gulo

যখনই দুঃখগুলো সুখ হতে চায়
ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায়
সুখ যত ছিলো এ হৃদয় গভীরে
অবহেলা দিয়ে তুমি...

Valobasher tanpura

স্বর্ণলতা | Different Touch

স্বর্ণলতা
শোনো, স্বর্ণলতা
প্রেম যদি সত্যি হয়
মরণের আগে দিও দেখা

স্বর্ণলতা
শোনো, স্বর্ণলতা
প্রেম যদি সত্যি...

Winning

হৃদয় জুড়ে | Hridoy Jure

হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নীল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু...

হৃদয়ের দুর্দিনে | Ridoyer Durdine | ARK

হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা
কিছু ভালোবাসা দাও
জীবনের বন্দরে ভেসে ভেসে
...